পুন:প্রকাশ
পুন:প্রকাশ

পুন:প্রকাশ নীতিমালা

আমাদের মূখ্য উদ্দেশ্য হচ্ছে হিমালয় থেকে উৎসারিত জলাশয়/জলপ্রবাহে যে ধরনের ত্বরিত পরিবেশগত পরিবর্তন সাধিত হচ্ছে সে বিষয়ে একটি সর্বসম্মত ধারণার বিস্তার। আমাদের এই লক্ষ্যকে এগিয়ে নিতে আমাদের প্রকাশিত নিবন্ধ বা কন্টেন্টসমূহ পুন:প্রকাশের জন্য আপনাদের প্রতি আহ্বান রইলো। তবে এ ব্যাপারে নিম্নোক্ত নীতিমালাগুলো অনুসরণের অনুরোধ রইলো।

 

বিশেষ কোনো ঘোষণা ব্যতিরেকে, আমাদের সকল লিখিত কনটেন্ট  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International (CC BY NC ND) আওতায় প্রকাশিত|

গ্রাফিকস, ছবি, চিত্র, ভিডিও এবং পডকাষ্টসহ যে কোনো ধরনের মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য, নিচে উল্লেখিত মাল্টিমিডিয়া সংক্রান্ত সেকশনটি পড়ার অনুরোধ জানাচ্ছি।

এই লাইসেন্সের আওতায়, আপনি আমাদের প্রকাশিত যে কোনো কনটেন্ট আমাদের অবহিত না করে কিংবা আমাদের সম্মতি সংগ্রহ ছাড়াই  অনলাইন বা প্রিন্ট মিডিয়ায় পুন:প্রকাশ করতে পারবেন। তবে এক্ষেত্রে পুন:প্রকাশিত কনটেন্টটির সাথে আমাদের নাম প্রকাশ (ক্রেডিট প্রদান) অথবা একটি লিংকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ঠিকানা প্রদান করতে হবে। দয়া করে আমাদের কোনো কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং আমাদের প্রকাশিত কনটেন্টের পরিবর্তন বা পরিমার্জন করবেন না।

অ্যট্রিবিউশন বা ক্রেডিট প্রদান:

দয়া করে অবশ্যই পুন:প্রকাশিত কনটেন্টের সাথে এর মূল লেখকের নাম প্রদান করবেন এবং কনটেন্টের শুরুতেই একটি সংক্ষিপ্ত লাইনের মাধ্যমে কনটেন্টটির মূল সূত্র হিসেবে দ্য থার্ড পোল-এর নাম উল্লেখ করতে হবে। এক্ষেত্রে দ্য থার্ড পোল একটি অনলাইন লিংকের মাধ্যমে প্রকাশ করতে হবে যাতে পাঠক লিংকে ক্লিক করার মাধ্যমে দ্য থার্ড পোল-এর মূল ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। উদাহরণ: এই নিবন্ধটি  ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় মূলত: দ্য থার্ড পোল-এ প্রকাশিত হয়েছিল।

 অবাণিজ্যিক ব্যবহার:

কেবলমাত্র সম্পাদকীয় প্রয়োজনে আমাদের নিবন্ধগুলো ব্যবহার করা যেতে পারে। আমাদের নিবন্ধগুলো কোনোভাবেই আর্থিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না। আমাদের বিশেষ অনুমতি ব্যতিরেকে কোনোভাবেই আমাদের নিবন্ধগুলো আর্থিকভাবে বিক্রি বা পুন:প্রকাশ করা যাবে না। আপনি বিজ্ঞাপন সমৃদ্ধ কোনো অনলাইন পেইজে আমাদের নিবন্ধ পুন:প্রকাশ করতে পারবেন। তবে কোনো ভাবেই আমাদের নিবন্ধগুলো বিজ্ঞাপনের বিনিময়ে কিংবা আমাদের নিবন্ধের সূত্রে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। সার্বিকভাবে বলা যায়, দ্য থার্ড পোল-এর কোনো নিবন্ধ বাণিজ্যিকভাবে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কোনো পরিবর্তন নয়:

কেবলমাত্র শিরোনাম ছাড়া (যা পুনর্লিখন করা যেতে পারে), সম্পাদকীয় রীতির কারনে ভাষার ধরণ বা সময় ও স্থানের ক্ষেত্রে সম্পর্কযুক্ত কোনো পরিবর্তন ছাড়া কোনো ভাবেই আমাদের নিবন্ধ পুন:প্রকাশের ক্ষেত্রে ন্যুনতম কোনো প্রকার পরিবর্তন করা যাবেনা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, (ইংরেজী ভাষায় লেখার সময়) “organise” এর পরিবর্তে “organize” লেখা যেতে পারে, গতকাল এর পরিবর্তে  গত সপ্তাহ অথবা দিল্লির পরিবর্তে এখানে বা ওই শহরে লেখা যেতে পারে। নিবন্ধের ভিতরে দ্য থার্ড পোল উল্লেখ থাকলে তা বাদ দেয়া যেতে পারে যেমন, এ ব্যাপারে জানতে চাইলে গবেষক দ্য থার্ড পোলকে বলেন, এর পরিবর্তে কেবল,  এ ব্যাপারে জানতে চাইলে গবেষক বলেন। দ্য থার্ড পোল প্রকাশিত নিবন্ধে যেসব ওয়েবসাইটসমূহকে হাইপারলিংকের মাধ্যমে যুক্ত করা হয়েছে তা অবশ্যই অপরিবর্তনীয় রাখতে হবে। তবে অন্যান্য লিংক বাদ দেয়া যেতে পারে। আমরা আমাদের নিবন্ধগুলো অন্যান্য ভাষায় অনুবাদ করে প্রকাশ বা পুন:প্রকাশেও স্বাগত জানাই। তবে এক্ষেত্রে মূল নিবন্ধের সাথে কোনো ভাষাগত অসামঞ্জষ্য করা যাবে না।

আমাদের যে কোনো কনটেন্ট পুন:প্রকাশ করতে চাইলে দয়া করে মূল কনটেন্টটি আমাদের সাইটে প্রকাশিত হওয়ার কমপক্ষে দু’দিন পরে পুন:প্রকাশ করতে পারেন। আপনি যদি আমাদের কনটেন্টগুলো নিয়মিতভাবে পুন:প্রকাশ করতে চান, তাহলে দয়া করে আমাদের জানাবেন  যে আপনার মিডিয়ায় আমাদের কনটেন্টটি কতজন পাঠক পাঠ করেছেন।

পুন:প্রকাশ করার ক্ষেত্রে আমাদের নিয়মাবলী সম্পর্কে আর কোনো তথ্য বিস্তারিত জানতে চাইলে দয়া করে যোগাযোগ করুন এই ই-মেইলে: [email protected]

 মাল্টিমিডিয়া কনটেন্ট

মাল্টিমিডিয়া কনটেন্ট হচ্ছে: গ্রাফিকস, ফটো, চিত্র, ভিডিও, পডকাস্ট এবং অডিও রেকর্ডিং। 

কপিরাইটযুক্ত কনটেন্ট/উপাদান:

আমাদের সাইটে যে কোনো মাল্টিমিডিয়া কনটেন্টে কপিরাইট চিহ্ন সম্বলিত কোনো নাম/বিশেষ্যসহ (উদাহরণ: ছবির্  ফটোগ্রফারের নাম) প্রকাশের ক্ষেত্রে আমরা ওই ছবি বা সংশ্লিষ্ট কনটেন্টের মূল ¯্রষ্টার অনুমতি সাপেক্ষে তা প্রকাশ করে থাকি। এক্ষেত্রে সংশ্লিষ্ট ছবি বা অন্যান্য উপাদান ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত হয় না এবং তাই ওই ছবি/ফটো/চিত্র/অডিও/ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। এই ধরনের কপিরাইট সম্বলিত কোনো উপাদানসহ আমাদের কোনো নিবন্ধ পুন:প্রকাশের ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি আমাদের নিবন্ধটি পুন:প্রকাশ করতে পারবেন, তবে কোনোভাবেই কপিরাইট সম্বলিত কোনো উপাদান অবশ্যই বাদ দিয়ে আপনাকে আমাদের নিবন্ধ প্রকাশ করতে হবে।

গ্রাফিকস/ফটো/চিত্র:

শিরোণামে  উল্লেখিত যে কোনো মাল্টিমিডিয়া কনটেন্ট (স্থির বা মিথষ্ক্রিয়)  তা যদি ক্রেডিট ছাড়া প্রকাশ করা হয়, আমাদের যে কোনো লোগো দ্বারা চিহ্নিত করা হয় এবং “দ্য থার্ড পোল” দ্বারা অলংকৃত হয়, তবে তা অবশ্যই দ্য থার্ড পোল এর নিজস্ব কনটেন্ট। এক্ষেত্রে এসব কনটেন্ট ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় প্রকাশিত। আমাদের ক্রেডিট নিম্নোক্ত উপায়ে উল্লেখ করা হয়ে থাকে:

o   ফটো: The Third Pole

o   চিত্র: চিত্রের সৃষ্টিকারীর নাম /The Third Pole 

এই ধরনের কনটেন্ট আমাদের লিখিত কনটেন্টের সাথে একত্রে কিংবা পৃথকভাবে পুন:প্রকাশ বা পুন:ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের সকল শর্ত মানতে হবে। মূল নিবন্ধের সাথে যদি পুন:প্রকাশ করা হয় তাহলে দয়া করে মূল ক্রেডিট উল্লেখ করুন। যদি পুথকভাবে পুন:ব্যবহার করা হয় তাহলে দয়া করে অবশ্যই পরিস্কারভাবে ক্রেডিট উল্লেখ করুন, পাশাপাশি ক্লিক করা যায় এমন একটি লিংক তৈরি করে পাশে উল্লেখিত ধরনে ক্রেডিট প্রদান করতে পারবেন: কনটেন্টের সৃষ্টিকারীর নাম/ The Third Pole, CC BY NC ND

মূল ছবি/চিত্র পেতে চাইলে, দয়া করে পাশে উল্লেখিত ই-মেইল ঠিকানায় আপনার অনুরোধ পাঠান –  [email protected]

নিচে যেভাবে ক্রেডিট প্রদান করা হয়েছে সেই ধরনের স্থির মাল্টিমিডিয়া কনটেন্ট আমাদের লিখিত কনটেন্টের সাথে পুন:প্রকাশ করা যাবে, তবে এক্ষেত্রে এই কনটেন্টের জন্য প্রযোজ্য নিজস্ব শর্ত প্রযোজ্য হবে:

  •     ছবি/চিত্র: Alamy or ছবি/চিত্র: সূত্র /Alamy

আমরা Alamy এর মাধ্যমে কিছু ছবি/ফটো সীমাবদ্ধ ব্যবহারের জন্য ক্রয় করে থাকি। Alamy এর সাথে আমাদের চুক্তি অনুযায়ি এই ছবিগুলো কেবল প্রকাশিত নিবন্ধগুলোর সাথেই পুন:প্রকাশ করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ কমন্স লাইন্সেস এর শর্ত যুক্ত থাকবে। লিখিত নিবন্ধ ছাড়া এই ছবি স্বাধীনভাবে ব্যবহার করা যাবে না। মূল কনটেন্টে যেভাবে ফটো ক্রেডিট প্রদান করা হয়েছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে।

ছবি/চিত্র: ছবি/ফটোগ্রাফারের নাম অথবা ছবি: ফটোগ্রাফারের নাম/সূত্র অথবা প্রতিষ্ঠান

আমরা নেটওয়ার্কের বাইরের সূত্র থেকে প্রাপ্ত ছবি/চিত্র ব্যবহার করি যারা তাদের কাজ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় সীমাবদ্ধ আকারে আমাদেরকে প্রকাশের অনুমতি দিয়েছেন। এই ছবিগুলো কেবল প্রকাশিত নিবন্ধগুলোর সাথেই পুন:প্রকাশ করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ কমন্স লাইন্সেস এর শর্ত যুক্ত থাকবে। লিখিত নিবন্ধ ছাড়া এই ছবি স্বাধীনভাবে ব্যবহার করা যাবে না। মূল কনটেন্টে যেভাবে ফটো/ছবির জন্য যে ক্রেডিট প্রদান করা হয়েছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। 

  • ছবি /ফটো: ছবি/ফটোগ্রাফারের নাম /সূত্র অথবা প্রতিষ্ঠান, CC BY (অথবা নিম্নোক্ত ফরম্যাটে প্রদত্ত সূত্রের ক্ষেত্রে)

আমরা নেটওয়ার্কের বাইরের সূত্র থেকে প্রাপ্ত ছবি/চিত্র ব্যবহার করি যারা তাদের কাজ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আমাদেরকে প্রকাশের অনুমতি দিয়েছেন। এই ছবিগুলো কেবল প্রকাশিত নিবন্ধগুলোর সাথেই পুন:প্রকাশ করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ কমন্স লাইন্সেস এর শর্ত যুক্ত থাকবে। মূল কনটেন্টে যেভাবে ফটো/ছবির জন্য যে ক্রেডিট প্রদান করা হয়েছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে দয়া করে সূত্রের উল্লেখ করবেন।  

ভিডিও:

অন্য কোনো বিশেষ কারণ ব্যতিরেকে, আমাদের সাইটে প্রকাশিত যাবতীয় ভিডিও আমাদের নিজস্ব সম্পদ। আমাদের ভিডিওসমূহ শেয়ার করা বা আমাদের ভিডিও কনটেন্টগুলো নিয়ে নতুনভাবে কাজ করতে আপনাদের উৎসাহ জানাই। আমাদের সকল ভিডিও প্রকাশ করা হয়  ভিডিও:

অন্য কোনো বিশেষ কারণ ব্যতিরেকে, আমাদের সাইটে প্রকাশিত যাবতীয় ভিডিও আমাদের নিজস্ব সম্পদ। আমাদের ভিডিওসমূহ শেয়ার করা বা আমাদের ভিডিও কনটেন্টগুলো নিয়ে নতুনভাবে কাজ করতে আপনাদের উৎসাহ জানাই। আমাদের সকল ভিডিও প্রকাশ করা হয়  Creative Commons Attribution Non-Commercial (CC BY NC) লাইসেন্সের আওতায়। এর অর্থ হচ্ছে আপনারা আমাদের সকল ভিডিও পুন:প্রকাশ, পুন:ব্যবহার এবং পুন:নির্মান করতে পারবেন। তবে এক্ষেত্রে সূত্র হিসেবে দ্য থার্ড পোল এবং ভিডিও প্রস্তুতকারী নাম উল্লেখ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে আমাদেও কোনো ভিডিও কনটেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। 

উদাহরণ হিসেবে বলা যায়, আপনারা যদি এই লিংকে দেয়া ভিডিওটি (video) পুন:প্রকাশ করতে চান, আহলে অবশ্যই নিচের ফরম্যাটে সূত্র উল্লেখ করতে হবে: দ্য থার্ড পোল-এর এই ভিডিওটি নির্দেশনা, চিত্র গ্রহন এবং সম্পাদনা করেছেন রাকিব হামিদ নায়েক। এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর আওতায় প্রকাশ করা হয়। পুন:প্রকাশ করতে চান, আহলে অবশ্যই নিচের ফরম্যাটে সূত্র উল্লেখ করতে হবে: দ্য থার্ড পোল-এর এই ভিডিওটি নির্দেশনা, চিত্র গ্রহন এবং সম্পাদনা করেছেন রাকিব হামিদ নায়েক। এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর আওতায় প্রকাশ করা হয়।

নতুন করে নির্মিত কোনো ভিডিও কনটেন্টের ক্ষেত্রেও একই ভাবে সূত্র উল্লেখ করতে হবে।

আমাদের ভিডিও ফাইলগুলো পেতে অথবা আমাদের ভিডিওতে ব্যবহৃত কোনো অংশ পেতে যোগাযোগ করুন এই ঠিকানায়: [email protected]

 পডকাস্ট:

আমাদের পডকাস্টসমূহ একই প্রক্রিয়ায় ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আমাদের লিখিত কনটেন্ট আকারে প্রকাশ করা হয়। এই পডকাস্টসমূহ পুন:প্রকাশ এবং পুন:ব্যবহার করা যাবে (তবে কোনোভাবেই পরিবর্তন কররা যাবে না)। সকল ক্ষেত্রেই লাইসেন্সের শর্ত মেনে  লিখিত কনটেন্টের সাথে অথবা লিখিত কনটেন্ট ছাড়া কেবল পডকাস্টটিও পৃথকভাবে প্রকাশ করা যেতে পারে।

Get the latest news on Asia’s Water crisis, straight to your inbox Subscribe now