লেখার ধারণা প্রদান
লেখার ধারণা প্রদান

দ্য থার্ড পোলের জন্য লিখুন

আমরা যে কোনো সাংবাদিক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, কর্মী এবং সচেতন নাগরিকদের লেখাকে স্বাগত জানাই।

দ্য থার্ড পোল হচ্ছে হিমালয় পর্বতমালা থেকে উৎসারিত সকল জলাশয় এবং নদীসমূহ সম্পর্কিত যাবতীয় তথ্য ও তৎসম্পর্কিত আলোচনা প্রচারের নিমিত্তে পরিচালিত একটি বহুভাষিক প্ল্যাটফর্ম। এই প্রকল্পটি দ্য আর্থ জার্নাালিষ্ট নেটওয়ার্ক-এর সহযোগিতায় চাায়না ডায়ালগ-এর একটি উদ্যোগ হিসেবে চালু করা হয়। এটি নয়াদিল্লি ও লন্ডনে রেজিস্টারকৃত একটি অলাভজনক সংস্থা যার সম্পাদকবৃন্দ বেইজিং, বিশকেক, ঢাকা, করাচি এবং কাঠমন্ডুতে কাজ করেন।

আমরা এই অঞ্চলের বিভিন্ন বিষয়ক জ্ঞান ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষজ্ঞ, বিজ্ঞানী, মিডিয়া ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে কাজ করে থাকি।

আমরা হিমালয় পর্বতমালার জলাশয়সমূহের পরিবর্তনশীল পরিস্থিতির কারনে স্থানীয় জনসাধারনের উপরে যে প্রভাব পড়ছে তা নিয়ে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমরা অতিদরিদ্র জনগণ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে নতুন নতুন জ্ঞানের বিস্তারসহ সহযোগিতার আলোচনাকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত করে থাকি। আমাদের কাজে আপনার মূল্যাবান মতামত ও অবদানের জন্য স্বাগত জানাই।

আমাদের কাছে লেখা পাঠাতে, তথ্য বিনিময় করতে এবং আমাদের নেটওয়ার্কের সাথে যুক্ত হতে যোগাযোগ করুন পাশে উল্লেখিত ই-মেইল ঠিকানায় : [email protected]

আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো আপনার ইনবক্সে সরাসরি পেতে চাইলে আমাদের পাক্ষিক নিউজলেটার-এর জন্য সাইন আপ করুন সদস্যভূক্ত হন