হিন্দু কুশ হিমালয় পর্বতশ্রেণী এবং তিব্বতীয় সুউচ্চ মালভূমিকে ঘিরে থাকা সমৃদ্ধ বিশাল যে এলাকাটি রয়েছে, মূলত সেই অঞ্চলটিই দ্য থার্ড পোল বা তৃতীয় মেরু হিসাবে ব্যাপকভাবে পরিচিত। এই সুববিশাল অঞ্চলের এমন নামকরনের কারণ হচ্ছে এখানকার বরফক্ষেত্রগুলি পৃথিবীর অন্যান্য মেরু অঞ্চলের বাইরে থাকা স্বাদুজলের বৃহত্তম রিজার্ভের উৎস। এই অঞ্চলটি এমন ১০টি প্রধানতম নদীর উৎসস্থল যেই নদীগুলো এশিয়ার ১.৯ বিলিয়ন মানুষের জন্য সেচ, বিদ্যুত এবং পানীয় জলের চাহিদার যোগান দিচ্ছে । বিশ্বের মোট জনসংখ্যার ২৪ শতাংশেরও বেশি মানুষ এশিয়ার এই নদীগুলোর উপরে নির্ভরশীল। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রনীত বিভিন্ন ধরনের নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সক্রিয় সহযোগিতার মধ্য দিয়েই কেবল টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। আর আমাদের কাজের ক্ষেত্রে মূল নীতিই হচ্ছে এটি।. আমাদের সকল প্রতিবেদন এবং মতামতের মধ্য দিয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের সম্পৃক্ত করতে চাই, একইসঙ্গে হিন্দুকুশ হিমালয় থেকে প্রবাহিত নদীগুলোর অববাহিকায় বসবাসকারী জনগণের দৃষ্টিভঙ্গি তুলে নিয়ে আসাটাও আমাদের অন্যতম প্রচেষ্টা, যা অব্যাহত রয়েছে। আর তা করতে গিয়ে আমরা প্রায়শই এখানকার মানুষের বিষয়গুলোকে সাংবাদিকদের চোখ দিয়ে চেষ্টা করি যারা আসলে এই জনগোষ্ঠীর সাথেই জীবনযাপন এবং কাজ করে থাকে। আমাদের সকল কর্মকান্ডের মূল চেতনাই হচ্ছে, সরাসরি স্থানীয় জনগোষ্ঠী এবং নীতিনির্ধারকদের মধ্যে এবং সীমানা পেরিয়ে একটি দেশের সাথে অপর দেশের মধ্যে তথ্য এবং জ্ঞানের মুক্ত ও অবাধ বিচরণের প্রয়াস। আমরা আপনার সুচিন্তিত মতামত এবং আবদানকে স্বাগত জানাই।

লন্ডন কার্যালয়
আমাদের কাছে ই-মেইল করুন [email protected]
আমাদের সাথে লিখতে চাইলে আপনার লেখার ধারণা পদান করুন
আমাদের জন্য লিখতে চান? আপনার লেখার প্রস্তাব এখানে জমা দিন
কাজের সুযোগ
আপনি এখানে কাজ করতে আগ্রহী? আরো জানতে এখানে খুঁজুন
যারা আমাদের আর্থিক সহায়তা প্রদান করছে

দ্য থার্ড পোল সম্পাদকীয়ভাবে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যা ইউকে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) এর অনুদানে ইন্টারনিউজ আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর উদার সমর্থন ও সহযোগীতায় কাজ করে যাচ্ছে।